রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাঃ কুয়াকাটা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ যুবায়ের আহমেদ রিয়াজ খাঁন কে গতকাল সন্ধ্যায় তার বাসার সামনে থেকে সাদা পোশাক পুলিশ গ্রেপ্তার করেছে। প্রায় এক বছর আগে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান এর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মহিপুর থানা পুলিশ। উল্লেখ্য যে ২০১৭ সালের ০৮ ই সেপ্টেমবর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন কুয়াকাটায় আসলে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালায়ের সামনে স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় উভয় পক্ষের বেশ কয়েক জন নেতা কর্মী আহত হয়।
পরবর্তীতে আওয়ামীলীগের দলীয় অফিসে হামলা, ভাংচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ হানিফ, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ যুবায়ের হোসেন রিয়াজ খাঁন, কুয়াকাটা পৌর বিএনপির আহবায়ক জনাব মোঃ আজিজ মুসুল্লী এবং কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সহ ৩৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবর রহমান মহিপুর থানায় অভিযোগ দায়ের করন। আদালত অভিযোগ আমলে নিয়ে যুবায়ের আহমেদ রিয়াজ সহ কয়েক জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
Leave a Reply