মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। রোববার ভোর রাত সোয়া চারটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান, প্রথমে কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকরা আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রনের চেস্টা করে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে কলাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় আড়াই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে এলেও পুড়ে যায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় ঘটনাস্থল সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেয়া পর্যটকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার এনামুল হক সুমন জানান, কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কবির হাওলাদারের ইভা ভ্যারাইটিস স্টোর্স থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে জাকির মুসুল্লীর মিরাজ স্টোর্স ও আমিনুল ইসলামের মা কম্পিউটার পুড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান। এ ঘটনায় মহিপুর থানায় জিডি করা হয়েছে বলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান।
Leave a Reply