মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। মার্কা পাওয়ার আগেই উঠান বৈঠক করার অভিযোগ উঠেছে ২নং কাশিপুর ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলামের বিরুদ্ধে। এতে গোটা ইউনিয়ন বাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না এই প্রার্থী। সব ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ওই আ’লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। শুক্রবার ( ১৯ মার্চ ) প্রার্থী নির্বাচিত হয়েই নুরুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে বলে জানা গেছে। রোববার ( ২১ মার্চ ) বিকেল চারটার দিকে নিজ বাড়ির উঠানে নির্বাচনী প্রচার করেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিদ্রোহী’ প্রার্থী নুরুল ইসলামের পুত্র লিটন হাওলাদার। যার একটি ভিডিও ফুটেজ রয়েছে এই প্রতিবেদকের কাছে। যতদুর জানা গেছে , প্রত্যেক প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন থেকে আচরণ বিধিমালার একটি কপি দেয় হয়েছে।
ধারনা করা হচ্ছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নুরুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এবিষয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বাড়িতে উঠান বৈঠকের বিষয়টি জানতে চাইলে মোঃ নুরুল ইসলাম বলেন, আমি একজন চেয়ারম্যান প্রার্থী সে ক্ষেত্রে বাড়িতে লোকজন আসতেই পারে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,যারা আসছিলেন তাদের বসতে কোচিং থেকে চেয়ার এনে বসতে দেয়া হয়েছে।
Leave a Reply