সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ রাতের আঁধারে কাউখালী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শতবর্ষী পুকুরটি গত ২৪ জানুয়ারি একটি প্রভাবশালী মহল বালুর ড্রেজার দিয়ে ভরাট করার চেষ্টার প্রতিবাদে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
শনিবার সকালে সরকারি বালক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রাক্তন ও বর্তমান ছাত্র, ব্যবসায়ী, রাজনীতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ নিয়ে কাউখালী শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, সমাজসেবক আঃ লতিফ খসরু, ইউপি সদস্য ও জাতীয় পার্টি জেপি নেতা নেপাল চন্দ্র দে, সমাজসেবক নুরুল আমিন, সাবেক ইউপি সদস্য আঃ খালেক শাবু, সাবেক ইউপি সদস্য আতিকুল হক মনির,
সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ সিকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের সদস্যসচিব কামরুজ্জামান পলাশ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হাফিজুর রহমান আবীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দঃ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুছ খান, জাতীয় পার্টি জেপি’র সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, ইউপি সদস্য রুবেল রিয়াজী, জাতীয় যুব সংহতি জেপি’র সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মনু,
উপজেলা আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দিন, যুবলীগ নেতা মো. হাফিজ, সাবেক ছাত্রলীগ নেতা তালহা জুবায়ের, মো. সুমন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। পরে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারি গভীর রাতে ড্রেজার দিয়ে বালু ফেলে একটি প্রভাবশালী মহল শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সরকারি বালক উচ্চবিদ্যালয়ের একমাত্র এই পুকুরটি ভরাট করতে গেলে রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন এসে বন্ধ করে দেয় এবং ড্রেজারের কিছু পাইপ জব্দ করে।
Leave a Reply