বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে অবৈধ ভাবে জাটকাসহ মিশ্র জাতের ছোট মাছ পাচারাকালে ৭ ড্রাম গুরামাছ সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এবং ভ্রাম্যমাণ আদালতের ৭ হাজার টাকা জরিমান প্রদান। আটকৃতরা হলো, উপজেলার আইরন গ্রামের মজিদ মোল্লার ছেলে হারুনুর রশিদ মোল্লা এবং নৈকাঠীর নুর মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন ফকির।
জানাগেছে, গত সোমবর রাতে উপজেলার শিয়ালকাঠী দারুচ্ছুন্নাত মাদ্রাসার সড়ক থেকে টমটমে করে ৭টি ড্রাম ভর্তি লক্ষাধিক টাকার গুরামাছ পাচারকালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ উপস্থিত হয়ে গুরামাছ সহ ২জনকে আটক করে ভ্রম্যামাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখ আটকৃত দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা এবং হারুনুর রশিদকে ২ হাজার টাকা জরিমান করে। মাছগুলো আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এতিমখানায় ও দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
Leave a Reply