বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে জমি অধিগ্রহনের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ক্ষতিপুরন প্রাপ্তির তালিকায় অন্তুভর্‚ক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে স্থানীয় ভুক্তভোগী শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশগ্রহন করে। জমি অধিগ্রহনের ফলে ওই ইউনিয়নের চান্দুপাড়া ও চরচান্দুপাড়া গ্রামের পাঁচ শতাধিক বাড়ি- ঘরসহ অন্যান্য অবকাঠামো অপসারনের তালিকা প্রস্তুত করা হয়েছে।
পটুয়াখালী জেলা এল,এ শাখা এবং কলাপাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের নাম অন্তভর্‚ক্ত করার জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে ।
এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাফর হাওলাদার , ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে মো. মহসীন দালাল, শাহিন তালুকদার।
Leave a Reply