বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় করোনা ভাইরাস আতংকের মধ্যে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পন্য বিক্রি করে বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করে ৭০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মুনিবুর রহমানের ভ্রাম্যমান আদালত এ দন্ড দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মুনিবুর রহমান জানান, দোকানে পন্য না রেখে নদীতে রাখা ট্রলারে মাল রেখে অতিরিক্ত দামে পেয়াজসহ বিভিন্ন পন্য বিক্রির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এ সময় ট্রলারের সকল পন্য দোকানে তুলে ন্যায্য মূল্যে পন্য বিক্রি করবে এ অঙ্গীকার করায় বাবুল চন্দ্র দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই দিন রাত ১০ টায় কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় চলাচলের রাস্তা আটকে ড্রেজারের পাইপ নেয়ায় সাবেক পৌর কাউিন্সলর হাসান সিকদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও সদর রোডে মাতৃছায়া এন্টারপ্রাইজের মালিক কাওসার গাজীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করে রাস্তার পাশে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমান আদালত ।
Leave a Reply