বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীনকে মোবাইলে ফোনে ভয়ভীতি দেখানোয় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি কলাপাড়া থানায় এই জিডি করেন।ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন বলেন, ‘আমি বাসায় ছিলাম। ঠিক ওই সময় (০১৭৯৭১৫১৩৬৩) নম্বরের একটি মোবাইল থেকে কল দিয়ে আমাকে ভয়ভীতি দেখানো হয়। মুঠোফোনে অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে দলীয় সভা-সমাবেশে যেতে বারণ করেন। এ কথা না শুনলে বিপদ হবে বলেও হুমকি দেওয়া হয়।’ এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও জানান তিনি।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংসদ মো. আনোয়ার উল ইসলামের মেয়ে শাহীনা পারভীন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান বলেন, ‘নারী ভাইস চেয়ারম্যানকে মুঠোফোনে ভয় দেখানোর বিষয়ে জিডি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কল রেকর্ড যাচাই-বাছাই করতে আদালতের নির্দেশক্রমে ভয় দেখানো ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।
Leave a Reply