বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মনোহরীপট্টি দোকানে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী সিগারেট বিক্রি করা,রেস্টুরেন্টে অপরিচ্ছন্নতার দায়ে,ফার্মেসীতে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে ৮৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। বিদেশী সিগারেট ও মেয়াদউত্তীর্ণ ওষুধ অভিযানের সময় পুড়িয়ে ফেলা হয়।
এসময় সবজি বাজারে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে সবজি বিক্রির করার দায়ে দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। একই সঙ্গে সন্ধ্যার পর কলাপাড়া শেখ কামাল সেতুর সংযোগ স্থলে হেলমেট ও লাইসেন্স বিহীন মটোরসাইকেল জব্দ করে ৭ হাজার ৭শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।
গতকাল রবিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কলাপাড়া সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কলাপাড়া থানার পুলিশের একটি দল সহায়তা করেন।
Leave a Reply