বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
তানজিল জামান জয় ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় ঈদের বিশেষ ভিজিএফের ৫৮০ কেজি চাউল আত্মসাতের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। বুধবার রাতে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ এ মামলা দায়ের করেন।
মামলায় চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির কেরামত ও সহযোগী জামাল হাওলাদারকে রাতেই পুলিশ গ্রেফতার করেছে। মামরার অপর আসামীরা হলেন ইউপি সদস্য জাকির মৃধা, জলিল চাহর ও গিয়াস মাতুব্বর।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, বুধবার দুপুরে ভিজিএফের চাউল আত্মসাতের অভিযোগ পেয়ে পশ্চিম চাকামইয়া গ্রামের জালাল চাকরের বাসায় অভিযান চালায়। এ অভিযানের খবর পেয়ে জালাল চাকর একাধিক চাউলের বস্তা কেটে তা বাড়ির পুকুরে ফেলে দেয়। ইউএনও’র উপস্থিতিতে স্থানীয়রা পুকুরে ডুবিয়ে ছয়টি চাউলের বস্তা ও ১০ টি খালি বস্তা উদ্ধার করে। এ সময় চাউল আত্মসাতের অভিযোগে জামাল নামে একজনকে আটক করে।
একই সময়ে পশ্চিম চাকামইয়া স্কুল সংলগ্ন থেকে একটি দোকানে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙ্গে ৩০ কেজি করে ১৩ বস্তা ভিজিএফের চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির কেরামতকে আটক করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা সহকারি কমিশণার (ভূমি) অনুপ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ এ অভিযানে নেতৃত্ব দেন।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলা দায়ের পরই ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির কেরামত ও জামাল হাওলাদারকে জেল হাজতে প্রেরণ কর্ াহয়েছে।
Leave a Reply