মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদরাসায় ভেন্যুতে বন বিভাগের তত্ত্বাবধানে উপকার ভোগী সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বন বিভাগ কর্তৃক রোপনকৃত গাছ রক্ষনা-বেক্ষন কার্যক্রমে রজপাড়া এলাকায় নিয়োগকৃত ২৫ জন উপকারভোগীকে ১০৫৬ টাকা করে বিতরন করা হয়েছে। বন বিভাগের উক্ত টাকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিধি ছিলেন কৃষকলীগ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আখতার-উল-হারুন। উল্লেখ্য যে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বন বিভাগ কর্তৃক রোপনকৃত গাছ রক্ষনা-বেক্ষনের জন্য এলাকার কিছু সদস্য নিয়োগ দেওয়া হয়।
এরপর উক্ত গাছ বড় হলে সরকারী নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি হয় এবং বিক্রির একটি অংশ উপকারভোগী সদস্যদের মধ্যে বিতরন করা হয়। উপজেলা বন কর্মকর্তা মোঃ আঃ সালাম উপস্থিত থেকে এ টাকা বিতরন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদরাসার সুপার এ.বি.এম হাবিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply