মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালী কলাপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ইমরান বয়াতি নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইমরান বয়াতি সাতটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে কুয়াকাটা পৌর শহরের হুইচান পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপাশি উত্ত্যক্ত করছিল ইমরান বয়াতি। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে রোববার বিকেলে তাকে অপহরণ করেন ইমরান। ওই ঘটনায় রাতেই মামলা করেন অপহৃত ছাত্রীর বাবা। পরে সোমবার ভোরে কুয়াকাটার হুইচান পাড়া ওই ছাত্রীকে উদ্ধার ও ইমরানকে গ্রেফতার করে পুলিশ।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরান বয়াতির বিরুদ্ধে মাদক ও অপহরণসহ আগে থেকেই সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply