বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বালু সরবরাহকৃত ড্রেজারে কর্মরত মো. আলম বেপারী (৫৫) নামের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। বুধবার দুপুর ১২টার দিকে রাবনাবাদ নদীর তীরে বসে খান-১৫ বালুর ড্রেজারের একটি পাইপ ঝালাই করার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার সড়াতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষনা করে।
নিহত শ্রমিক আলম বেপারীর বড়ি চাঁদপুর জেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিসাট গ্রামে। তার পিতার নাম মৃত মিয়াজ উদ্দিন বেপারী। ড্রেজারের মিস্ত্রি মো. হামিদুল সওদাগর জানায়, ড্রেজারের জেনারেটরের পাইপ ছিদ্র হওয়া একটি পাইপ ঝালাই দিচ্ছিলেন আলম বেপারী। এসময় ঝালাই মেশিনের বৈদ্যুতিক তার হাত দিয়ে সড়ানোর সময় বিদ্যুৎপৃস্ট হয়ে পরে চিৎকার দিয়ে ওঠে।
সঙ্গে সঙ্গে জেনারেটর বন্ধ করে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। কলাপাড়া থানা পুলিশ জানায়, নিহত শ্রমিকের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply