বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ও মেধাবী দুই শিক্ষার্থীকে শসস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সগযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. রায়হান (২৬) ও মো. হাসান কে (২৩) হত্যার উদ্দেশ্যে শসস্ত্র হামলার প্রতিবাদে সোমবার কলাপাড়া প্রেসক্লাব সম্মুখে মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল খান
উপজেলা ছাত্র লীগ নেতা ফায়জুল ইসলাম আশিক তালুকদার, মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবিএম শামসুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক শহূদুল আলম বশির খান প্রমূখ।
এঘটনায় গত শুক্রবার (২৯ আগস্ট) কলাপাড়া থানায় আহত রায়হানের পিতা মো. ফারুক পাহলান বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় মো. রাকিবুল মাতুব্বর।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে বসে স্থানীয় সন্ত্রাসী রাকিবুল মাদবরের নেতৃত্বে তার ছয়-সাত সহযোগী ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কোপিয়ে রায়হান ও হাসানকে মারাত্মক জখম করে। আহতরা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
Leave a Reply