মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চড়বালিয়াতলী গ্রামে শুক্রবার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালকের হাতে দুলাভাই রিয়াজ পালোহান (৩০) গুরুতর আহত হয়েছে। তার শ্যালক হানিফ চৌকিদার তাকে বসতভিটার জায়গাক্রয়ে সহায়তা করে। তবে তাকে যে পরিমাণ জায়গা দেয়ার কথা ছিল তা তাকে দেয়নি বলে তাদের অভিযোগ।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব আলী পালোহানের পুত্র আহত রিয়াজ পালোহান চড়বালিয়াতলীর শশুড়বাড়ির নিকটে বসতভিটা করেন। তার শ্যালক হানিফ চৌকিদার তাকে বসতভিটার জায়গাক্রয়ে সহায়তা করে। তবে তাকে যে পরিমাণ জায়গা দেয়ার কথা ছিল তা তাকে দেয়নি বলে তাদের অভিযোগ।
এনিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন তারা তাদের ব্যবহারের জন্য একটি বাথরুম স্থাপন করতে গেলে তার শ্যালক হানিফ চৌকিদারের স্ত্রী মোসা: কহিনূর বেগম তাদের বাধা দেয়। এতে আহত রিয়াজ ও তার স্ত্রীর সাথে কহিনূর বেগমের কথা কাটা-কাটি হয়।
এক পর্যায় আহতের শ্যালক হানিফ চৌকিদার ও চাচাতো শ্যালক ফোরকান চৌকিদার পূর্ব পরিকল্পিতভাবে তাদের মারধর করে ও রিয়াজ পালোহানের মাথায় আঘাত করে। এতে রিয়াজ পালোহানের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হালদার বলেন, মাথায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগীকে ভর্তী করা হয়েছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
Leave a Reply