মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ায় অপহরণের চার দিন পরে বুধবার মধ্যরাতে লোন্দা সড়ক থেকে দশম শ্রেণির ছাত্রীকে (১৬) পুলিশ উদ্ধার করেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর লোন্দা গ্রামের ওই ছাত্রী টিউবওয়েল থেকে পানি নেয়ার জন্য ৫ সেপ্টেম্বর সকালে পড়শি শাহ আলম হাওলাদারের বাড়িতে যায়।
এ সময় তাঁর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসলাম হাওলাদার (২৫) ওই ছাত্রীকে অপহরণ করে নেয়। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলো।
এ ঘটনায় বুধবার রাতে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেরন করা হয়েছে।
Leave a Reply