বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে শুক্রবার রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুর থানা পুলিশ ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। অভিযানে পুরান মহিপুর এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), এবং সিহাব (২৮)। তারা কলাপাড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে মাদক চক্রের হোতা হিসেবে পরিচিত। অভিযানের সময় পুলিশ মশিউর রহমান নামে আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটায় অভিযান চালিয়ে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের বাড়ির আঙিনা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে পুলিশ তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
ওসি তরিকুল ইসলাম আরও বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদককারবারীদের আইনের আওতায় আনতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
Leave a Reply