বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী ও করোনা ওয়ার্ডে অপর নারীর মৃত্যু হয়েছে। তাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
সূত্রমতে, মঙ্গলবার সকাল আটটার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা নারী (৫০) ভোলা সদরের বাসিন্দা। গত ২৭ এপ্রিল সকালে হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি ভর্তি হন। মেডিসিন ওয়ার্ড থেকে তাকে ওইদিনই করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
অপরদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। তারও শ্বাসকষ্টের সমস্যা ছিল। এদিকে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের ছয় জেলায় ১০৮ জন রোগীর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।
Leave a Reply