শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭৪ বছর বয়সী ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওজন ২৪৪ পাউন্ড। সেই হিসেবে তার বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) ৩০ এর বেশি। ক্লিনিক্যালি ৩০ এর বেশি বিএমআই এর অর্থ হচ্ছে স্থূলতা। স্থূল ব্যক্তিদের বেলায় করোনায় স্বাস্থ্যঝুঁকি তিন গুণ বেশি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা মৃতদের প্রতি ১০ জনের মধ্যে আট জনের বয়স ৬৫ এর ঊর্ধ্বে। ট্রাম্পের বয়সী পুরুষদের হাসপাতালের সেবার প্রয়োজন পাঁচ গুণ বেশি। এ ছাড়া দেশটিতে ২০ থেকে ৩০ বছর বয়সীদের তুলনায় ৬৪ থেকে ৭৪ বছর বয়সীদের করোনায় মৃত্যুর হার প্রায় ৯০ গুণ।
ট্রাম্প পুরুষ হওয়ায় মৃত্যু ঝুঁকিও বেশি। কারণ যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি।
ট্রাম্পের মধ্যে অবশ্য করোনায় আক্রান্তের লক্ষণগুলো প্রকাশ পেয়েছে কিনা তা জানা যায়নি।
প্রেসিডেন্টের চিকিৎসক ডা. শন কনলি বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনই ভালো আছেন। করোনা থেকে সুস্থ হওয়ার এই সময়টাতে তারা হোয়াইট হাউসে তাদের ঘরে থাকবেন বলেই পরিকল্পনা করেছেন।
Leave a Reply