বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। “স্কুল ক্যাম্পাসে কোন শিক্ষক ধুমপান করতে পারবে না, শিক্ষার্থীদের বিদ্যালয়ে বাধ্যতামূলক ইউনিফর্ম পড়তে হবে এবং মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে পারবে না” শিক্ষা মন্ত্রনালয়ের এমন বহু নির্দেশনা সংক্রান্ত পরিপত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবগত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক সাম্প্রতিক জারিকৃত পরিপত্রসমূহ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭টি মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের এসডিজি-৪ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি জারিকৃত পরিপত্র অনুযায়ী প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সপ্তাহে একদিন বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে পান, সিগারেট ও পলিথিন প্যাকেট জাতীয় খাবার বিক্রি বন্ধের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়।
Leave a Reply