শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ চলিত বছরে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশীনদল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ থেমে নেই। নিজেদের প্রচারণায় মুখর করে রেখেছে নিজের আসন। প্রত্যেক নেতাই দলীয় হাইকমান্ডের দৃষ্টি কাড়তে নিজ এলাকায় পোস্টার, ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের ঘরে-ঘরে নানা প্রতিশ্রুতির বাণীও শোনাচ্ছেন। কিন্তু হাইকমান্ড থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীর শুধু অর্থবিত্ত থাকলেই হবে না, তাকে এলাকায় জনপ্রিয় ও তৃণমূলের জনগনের সাথে সম্পৃক্ত হতে হবে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকা বাধ্যতামূলক। থাকতে হবে ব্যক্তিগত ইমেজ, দলের জন্য ত্যাগী হওয়া চাই, তাকে হতে হবে শিক্ষিত ও ভদ্র। সরকারি ও বেসরকারি এবং দলীয় জরিপে যিনি এগিয়ে থাকবেন তিনিই পাবেন দলীয় মনোনয়ন। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন তথ্য নিশ্চিত করেছেন। এলাকার জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি নৌকার টিকিট তার হাতেই যাবে এমন আভাস দিয়ে রেখেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তাই দল বা এলাকায় যতই প্রভাবশালী হোন না কেন ভোটারদের প্রিয়পাত্র না হলে সে ব্যক্তির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমনকি তিনি বর্তমান সংসদ সদস্য হলেও মনোনয়নের ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত আছে দলটিতে। যার কারণে মনোয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতারা এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাপকহারে বাড়িয়ে দিয়েছেন। আওয়ামীলীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় অবস্থান করলেও তাদের বেশিরভাগই প্রতি সপ্তাহে এলাকায় যাচ্ছেন। অংশ নিচ্ছেন সব ধরনের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যেমন মিশছেন, তেমনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েও লোকজনের সঙ্গে কথা বলছেন, সমস্যার কথা শুনছেন। এলাকার মানুষের আপদ-বিপদে সাড়া দিচ্ছেন। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন। দক্ষিণের বরিশাল জেলায় রয়েছে মোট ছয়টি সংসদীদ আসন। এ ছয় আসনে প্রায় দুই ডজন আওয়ামীলীগ নেতা দলীয় মনোনায়ন প্রত্যাশী। এর মধ্যে এগিয়ে রয়েছেন বেশ কয়েকজন নেতা। বরিশাল-১ (গৌরনদী-আগৌঝাড়া)ঃ আসনে আওয়ামীলীগের একক মনোনায়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর)ঃ এ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি ছাড়াও এ আসনে আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)ঃ নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি দখলে নেয় মহাজোট নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও ওয়াকার্স পাটি। বর্তমান সংসদ সদস্য ওয়াকার্স পার্টির এ্যাডভোকেট টিপু সুলতান। এ আসনে আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন কেন্দ্রীয় যুবগীগের সহ-সম্পাদক মিজানুর রহমান, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ)ঃ এ আসনের বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ। তিনি ছাড়াও এ আসনে মনোনায়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ। বরিশাল-৫ (বরিশাল সদর)ঃ এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রায়ত সাংসদ শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। তিনি এবারও নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনায়ন প্রত্যাশী। এ ছাড়া এ আসনে দলীয় মনোনায়ন প্রত্যাশীদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামীলীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, তরুণ প্রজন্মের নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী আরিফিন মোল্লা। বরিশাল-৬ (বাকেরগঞ্জ)ঃ এ আসনটি জাতীয় পার্টির দখলে। বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান রতনা। এ আসনে আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু। বরিশালের ৬টি আসনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ও সিটি কেন্দ্রীক আসন হলো (বরিশাল সদর ৫) আর এই আসনকে ঘিরেই রয়েছে ব্যাপক চমক তাই কারোর থেকে কেহই পিছিয়ে নেই নিজের প্রচার প্রচারনার দিক থেকে। এদিকে বরিশাল সদর আসনের মনোনয়ন প্রত্যাশিত নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী আরিফিন মোল্লার সাথে আলাপকালে তিনি বলেন, বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলেক্ষ্য আমরা তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কথা বলছি, তাদেও চাওয়া-পাওয়ার কথা শুনছি, তাদের মাঝে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, ‘আমাকে যদি দলীয় সভানেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দেয় ইনশআল্লাহ এই আসনটি বিপুল ভোটের ব্যবধানে আমি উপহার দিতে পারবো।’ এদিকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বরিশালের তৃণমূলের নেতাকর্মীরা দাবী করছেন যাতে যোগ্য ও যাকে দিয়ে উন্নয়ন হবে এমন নেতাদের যেন দলীয় মনোনায়ন দেয়া হয়।
Leave a Reply