শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি ॥ তৃতীয় ধাপের জেলার নয়টি উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র বৈধতার মধ্যদিয়ে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত তিনজন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া একক প্রার্থী হিসেবে পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদেও পাঁচজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।
জেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রার্থীতা যাচাই বাছাইয়ের শেষদিনে ত্রুটির কারণে চেয়ারম্যান পদে আটজনের মনোনয়নপত্র বালিত করা হয়েছে। যারমধ্যে চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে চারজন। বাছাই শেষে নয়টি উপজেলায় মোট বৈধ্য প্রার্থীর সংখ্যা চেয়ারম্যানর পদে ১৭জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৭জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৮জন।
এদিকে বাছাই শেষে মনোনয়নপত্র বৈধতার মধ্যদিয়ে তিনটি উপজেলায় বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। যারমধ্যে মুলাদী উপজেলার চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী ইউসুব আলীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ তারিকুল হাসান খান মিঠু বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
এছাড়া একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় গৌরনদী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এবং আগৈলঝাড়া উপজেলায় নৌকার প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
অপরদিকে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় পর যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করায় গৌরনদী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন।
আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ও বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাবুগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যানের প্রার্থী ফারজানা বিনতে ওহাব বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হতে যাচ্ছেন।
Leave a Reply