উদ্যোক্তাদের রীট : সচিবসহ পাঁচজনকে স্ব-শরীরে হাজিরের নির্দেশ Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




উদ্যোক্তাদের রীট : সচিবসহ পাঁচজনকে স্ব-শরীরে হাজিরের নির্দেশ

উদ্যোক্তাদের রীট : সচিবসহ পাঁচজনকে স্ব-শরীরে হাজিরের নির্দেশ




গৌরনদী প্রতিনিধি॥  ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আধিকার না দিয়ে অন্যদের নিয়োগ প্রদান করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমান সচিব, সাবেক সচিব, উপ-সচিবসহ বরগুনা জেলার ডিসিকে স্ব-শরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চ উভয় পক্ষের শুনানী শেষে আগামী ১৬ ফেব্রুয়ারী বেলা এগারোটার মধ্যে তাদেরকে হাজিরের নির্দেশনা প্রদান করেন। এসময় বাদীপক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী ও সাবেক এ্যার্টনী জেনারেল ব্যারিষ্ট্রার মি. ফিদা এম কামাল ও এ্যাডভোকেট মোহাম্মদ আহসান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষে শুনানী করেন সাবেক বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও এ্যাডভোকেট রবিউল আলম।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরামের সমন্বয়ক মোঃ মাহতাব আলী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর চার হাজার ৫৫৪টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ডিজিটাল সেন্টার) স্থাপন করেন। তখন থেকেই তারা (উদ্যোক্তা) বিনা বেতনে ইউনিয়ন পরিষদের সকল দাপ্তরিক কাজ করে আসছে। সেই সাথে নামমাত্র মূল্যে জনগণের দোঁড়গোড়ায় সেবা দিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছেন। একই কাজের জন্য ২০১৬ সালের ২৮ নভেম্বর দুই হাজার ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিপত্র জারি করে। পরে হিসাব সহকারী পদে উদ্যোক্তাদের নিয়োগ প্রদানের জন্য উচ্চ আদালতে রীট পিটিশন দাখিল করেন কতিপয় উদ্যোক্তারা।

গত ২০১৭ সালের ৮ এপ্রিল সুপ্রীমকোর্টের আপিল বিভাগ রীট পিটিশনারদের অগ্রাধিকার দেওয়ার আদেশ প্রদান করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও কতিপয় জেলা প্রশাসক উচ্চ আদালতের আদেশকে অমান্য করে কয়েকটি জেলায় উদ্যোক্তাদের অগ্রাধিকার না দিয়ে অন্যদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ প্রদান করেন।

পরবর্তীতে এ বিষয়ে পিটিশনাররা কনটেমপ্ট মামলা দায়ের করেন। সোমবার সকালে দুইপক্ষের শুনানি শেষে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমান সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব আব্দুল মালেক, উপ-সচিব নৌশিন প্রননী, বরগুনা জেলার ডিসি মোস্তাইন বিল্লাহকে আগামী ১৬ ফেব্রুয়ারী স্ব-শরীরে হাজিরের নির্দেশ প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD