রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বলেছেন-অতীতের চেয়ে এবারের ঈদ যাত্রা আরও আরামদায়ক ও নিবিঘ্নে করার জন্য পুরো জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে পুরো জেলা।
আগৈলঝাড়া থানা পুলিশের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, জেলার কোথাও যেন মাদকের চালান ঢুকতে না পারে সেজন্য মাঠপর্যায়ে পুলিশ প্রশাসন কঠোর অস্থানে রয়েছে।
থানা কম্পাউন্ডে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, বিপুল চন্দ্র দাস, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত প্রমুখ।
Leave a Reply