রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ আজ রবিবার (১৬ মার্চ) সকাল ৮ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের নিয়ে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি ডিউটিতে মনোনীত সকল পুলিশ সদস্যদের তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া, তিনি নগরবাসী যাতে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সে জন্য সকল সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ শরফুদ্দীন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স।
পুলিশ কর্মকর্তারা জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের প্রস্তুতি থাকবে। এই ব্রিফিং প্যারেডের মাধ্যমে নিরাপত্তা ডিউটি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয় যাতে সকল পুলিশ সদস্য তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
এছাড়া, ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ নিরাপত্তা নজরদারি, মোবাইল টিম নিয়োজিত করা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের উপর নজর রাখা অন্তর্ভুক্ত। পুলিশ প্রশাসন জানায়, ঈদ উদযাপন করতে আসা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।
Leave a Reply