রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের সংযোগ ফাইবার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময়ে তারা লক্ষাধিক টাকার ফাইবার চুরি করে নিয়ে যায়। বরিশাল নগরীর দুটি স্থানে এই ঘটনা ঘটায়।
ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোড এন.হোসেন গলির মুখে এবং কাকলীর মোড়ে বিপুল পরিমান সংযোগ ফাইবার কেটে ফেলে।
এতে করে ১২ ঘন্টার টানা ইন্টারনেট সেবা ব্যহত হয়। নিরবিচ্ছিন্ন সেবার জন্য পুনঃসংযোগের কাজ করছে ইউরোটেল বিডি।
ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের হেড অব অপারেশন জহিরউদ্দিন মঈন জানান, কমপক্ষে ১৫ লাখ টাকার ক্যাবল কেটে চুরি করে নিয়ে গেছে।আমাদের হাতে চোরের সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে।তিনি জানান, আমরা সনাক্ত করতে পেরেছি কারা এসব করিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছেও বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply