শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-৫, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন পরিচালনা ও সমন্বয় করতে পাঁচ আওয়ামী লীগ নেতাকে দায়িত্ব প্রদান করেছে আওয়ামী লীগ।
শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনে পরিচালনার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এমএম কামাল। এরা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে।
Leave a Reply