শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ সময় যতই ঘনিয়ে আসছে, ততোই সরব হয়ে উঠছে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নানামুখী কৌশলে প্রচার শুরু করেছেন।
ইতিমধ্যে পৌরসভার ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন স্মৃতি রানী সিকদার। তিনি গতকাল স্থানীয় সাংবাদিকদের বলেন, ওই পদে তিনি গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবারও পারিবারিকভাবে তাকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং ভোটার এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ রক্ষায় প্রার্থী হবেন।
তিনি প্রার্থী হবেন সংবাদে এলাকায় ভালো সাড়া পড়ছে বলে জানান। তার এক সমর্থক বলেন, স্মৃতি রানী সিকদার উপজেলা যুবমহিলালীগের আহবায়ক, তার স্বামী বিষ্ণুপদ সিকদার হলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমানে জাতীয় শ্রমিকলীগ মেহেন্দিগঞ্জ পৌর শাখার সভাপতি। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাগরিকদের মন জয়ের চেষ্টায় তৎপর।
তিনি বসে নেই। নিমন্ত্রণ-দাওয়াত বাদ দিচ্ছেন না কেউ। প্রতিটি সামাজিক অনুষ্ঠানে ভিড় করেন প্রার্থীরা।
পাশাপাশি সমর্থকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজগ্রুপ খুলে কৌশলী প্রচারণায় নেমেছেন প্রায় সবাই।
শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনেকে তাদের প্রার্থী হওয়ার বিষয়টি সাধারণ ভোটারের সামনে তুলে ধরতে চাইছেন।
Leave a Reply