বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শেরপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থীর নৌকা মার্কার নির্বাচনী প্রচারণার চারটি অফিসে একযোগে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে অফিসের বেশকয়েকটি চেয়ার টেবিল, কাপড় ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও অসংখ্য পোস্টার পুড়ে গেছে।
শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী আব্দুস সাত্তার এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার জন্য পৌরশহরের নয়াপাড়া, হাসপাতাল রোড, পৌর শিশু পার্ক ও উত্তরসাহাপাড়াস্থ নিশিপাড়া এলাকায় তাঁর নৌকা মার্কার চারটি অফিস রয়েছে। শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অফিসগুলোতে হানা দিয়ে ভাঙচুর করে। এমনকি পেট্রল ঢেলে অগ্নিসংযোগও করেন তারা।
সকালে খবর পেয়ে সেখানে যান প্রার্থী এবং ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করেন তিনি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। তবে এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের দায়ী করলেও কারো নাম উল্লেখ করেনি তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতাও মিলেছে। কিন্তু কারা এই কাজটি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের অচিরেই চিহিৃত করে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে। এখনো কোনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনিত মেয়র প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ছাড়া এই শাখার যৌথ উদ্যোগে শনিবার বিকেলে পৌর শিশু পার্ক চত্ত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া জানিয়েছেন।
Leave a Reply