শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক //
মফস্বলের ছেলে নয়ন ঢাকায় এসে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং তার দীর্ঘদিনের পুরনো বন্ধু নিবিরের সঙ্গে থাকে। নয়ন সহজ-সরল এবং মেধাবী ছাত্র। টিউশনি করে চলে।
ওদিকে নিবির চতুর স্বভাবের ছেলে। তাদের সহপাঠী তৃষা বাস্তববাদী একটি মেয়ে। যে কিনা বাবার সহযোগিতা ছাড়াই বড় হয়েছে। নয়ন তৃষাকে দেখেই প্রেমে পড়ে যায়। ওদিকে হিংসুটে স্বভাবের নিবির কোনোভাবেই চায় না নয়ন কোনও সম্পর্কে জড়াক।
নিবির তৃষার ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা অপবাদ নয়নের কাছে দেয়। এতে করে তাদের প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেয়। কিন্তু নিবিরের এই ষড়যন্ত্র ভেঙে দেয় তাদেরই আরেক সহপাঠী শ্রেয়া, যে জানে নিবিরের হিংসুটে মানসিকতা স্বভাবের বিষয়টি। এতে করে নয়ন ও তৃষার প্রেমের সম্পর্কের ভুল বোঝাবুঝির অবসান হয়।
এমন গল্প নিয়েই তৈরি হয়েছে একক নাটক ‘প্রেম ইন লাইফ’র গল্প। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনুপ আইচ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মেহজাবিন, কাজী উজ্জ্বল প্রমুখ। নাটকটি আরটিভিতে আগামীকাল শুক্রবার রাত ৮টায় প্রচার হবে
Leave a Reply