বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ ২৪ মার্চ, সোমবার বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা ও বৈচিত্র থাকা সত্ত্বেও, এর মাঝে সম্প্রীতি এবং সৌহার্দ থাকতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “দলগুলোর মধ্যে যদি রাজনৈতিক বিভাজন থাকে, তবে এই বিভাজনই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে।”
নূর আরও বলেন, জনগণ এখন যদি খাওন-দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তবে ভোটের সময় টাকা দিয়ে ভোট করবে। তিনি বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে, যেন ভবিষ্যতে কোন ফ্যাসিবাদী পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, বিপদে পড়লে আমরা সবাই একে অপরকে সমর্থন করি, কিন্তু বিপদ কাটলে আমরা নিজেরাই সর্বেসর্বা মনে করি। তিনি এই ধরনের মনোভাব থেকে রাজনৈতিক নেতাদের সাবধান থাকার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, “গণ অভ্যুত্থান পূর্ববর্তী যে পরিস্থিতি আওয়ামী লীগ এদেশে কায়েম করেছিল, সে পরিস্থিতি যেন ফিরে না আসে, সেজন্য রাজনৈতিক কমিটমেন্ট থেকে ফিরে আসা উচিত।” তিনি আরও বলেন, এখন যদি রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি চালিয়ে যায়, তবে জনগণ তাদেরকে ছাড়বে না। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল ও জনসাধারণের প্রতি সহমর্মী হওয়া প্রয়োজন।
এদিনের অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা গণ অধিকার পরিষদ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply