বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌতুক মামলার পর এবার চেক প্রতারনার মামলা দায়ের করেছে তার স্ত্রী। আজ বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর বাংলাবাজারস্থ খালেদাবাদ কলোনির বাসিন্দা আব্দুল মান্নান ফরাজির মেয়ে এবং আসামি আবুল কালামের স্ত্রী সালমা সুলতানা।
আদালতের বিচারক মোঃ মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার অভিযোগে জানাগেছে, টাকার প্রয়োজন হলে ফেরৎ দেয়ার সর্তে স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেয় প্রভাষক স্বামি আবুল কালাম আজাদ।
এরপর দীর্ঘদিন কেটে গেলেও টাকা ফেরৎ না দেয়ায় তাগাদার এক পর্যায় গত ১ এপ্রিল ৫ লাখ টাকার একটি চেক স্ত্রীর হাতে দেয় আসামি। চেকটি নগদায়নের জন্য গত ৪ জুন সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে তা ডিজ অনার হয়। এরপর ১ মাসের মধ্যে পাওনা টাকা ফেরৎ চেয়ে গত ৬ জুন আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়।
কিন্তু এখন পর্যন্ত ওই টাকা ফেরৎ না দেয়ায় গতকাল আদালতে এ মামলাটি দায়ের করা হয়। উল্লেখ্য, কিছুদিন পুর্বে প্রভাষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে একই আদালতে একটি মামলা করেছিলেন স্ত্রী সালমা সুলতানা।
ওই মামলার অভিযোগে বলা হয়েছিলো, টাকার প্রয়োজনে স্ত্রীর বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছিলো সে। ওই টাকা ফেরৎ চাইতে গেলে স্ত্রীর কাছে যৌতুক দাবি করে প্রভাষক স্বামি আবুল কালাম আজাদ
Leave a Reply