সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
ঢাকা থেকে রুশদা হাছান:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনায়ন বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (৯নভেম্বর)। সারাদেশের ৩শ’ আসনে কয়েক হাজার মনোনায়ন প্রত্যাশীরা এই মনোনায়ন ফরম সংগ্রহ করবেন। বরিশাল সদর আসন থেকে আজ শুক্রবার মনোনায়ন ফরম সংগ্রহ করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা। এ লক্ষ্যে আজ বিপুল পরিমানের নেতাকর্মী বরিশাল ত্যাগ করেছেন। রাতে লঞ্চযোগে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অংগ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। বরিশাল সদর উপজেলা রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক সরদার জানায়,”আমাদের বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লা শুক্রবার দলীয় মনোনায়ন ফরম সংগ্রহ করবেন। তার ভালোবাসার টানে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ইনশআল্লাহ আমাদের নেতাকে বরিশাল সদর (বরিশাল-৫) আসন থেকে মনোনায়ন দিবেন জননেত্রী শেখ হাসিনা।” সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মজনু বলেন, “আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবী যাতে আমাদের নেতা যুববন্ধু আরিফিন মোল্লাকে দলীয় মনোনায়ন দেয়া হয়। ইনশআল্লাহ আমরা এ আসনটি তাহলে নেত্রীকে উপহার দিতে পারবো”
Leave a Reply