মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের ২ কাউন্সিল প্রার্থীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে নগরীর ১১ নং ওয়ার্ডস্থ স্টেডিয়াম কলোনীতে মিছিল করা অবস্থায় ঘুড়ি মার্কা প্রতিকের প্রার্থী মোঃ মজিবুর রহমানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তিতে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এপিবিএনের কার্যালয়ের পাশে বিনা অনুমতিতে পথসভা ও জনসাধারনের পথ রোধ করে পথ সভা করার অপরাধে ঠেলাগাড়ি প্রতিকের প্রার্থী মারুফ হোসেন জিয়াকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা পরে। একই সময় নাম্বার বিহিন একটি মটর সাইকেল বিভিন্ন প্রার্থীর স্টিকার লাগানোর অপরাধে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন বরিশাল অঞ্চল অফিস কর্তৃক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমীনুল ইসলাম এবিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচনের সকল আচারন বিধি মেনে প্রার্থীদের কাজ করতে হবে।
Leave a Reply