শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামী ১০ অক্টোবর চাঁদপুর ছাড়া আরো নয় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, এদিন জয়পুরহাটের কালাই পৌরসভা, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা (শুধু মেয়র), ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড, মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড, হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ড, যশোর চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সাহায্যে আগামী ১০ অক্টোবর প্রথমবারের মতো চাঁদপুর পৌরসভায় ভোটগ্রহণ হবে। এতে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৫০ জন এবং নারী কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌরসভার এক লাখ ১৭ হাজার ৮৮৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ২৭ জন এবং নারী ৫৮ হাজার ৮৫৯ জন। ১৫ ওয়ার্ডে ৫২টি ভোট কেন্দ্র রয়েছে।
Leave a Reply