শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অবশেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সিইসির রেকর্ড করা ভাষণ বিটিভি ও বেতারে একই সময়ে প্রচার করা হবে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ভাষণ রেকর্ড করেন। রেকর্ডিং শেষে তিনি অন্যান্য কমিশনারদের নিয়ে নিজের কক্ষে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কাজের পরবর্তী ধাপ—মনোনয়নপত্র দাখিল, যাচাই, প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণের তারিখ—সর্বসাধারণের সামনে স্পষ্ট হয়ে যাবে। দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণা ঘিরে চলছে ব্যাপক আলোচনা।
Leave a Reply