শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশালে তৃতীয় ধাপে ৭ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার সকাল থেকে ৭ উপজেলার সকল কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ যাবতীয় নির্বাচন সামগ্রী স্বস্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়েছে।বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী বিতরন শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। সদর উপজেলার ৬৭টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা পুলিশ এবং আনসারদের সহায়তায় নির্বাচন সামগ্রী বুঝে নিয়ে স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেন। সারা দিন এবং রাতভর কেন্দ্রে অবস্থানের পর আগামীকাল সকাল ৮টায় ভোট শুরু করবেন তারা। চলবে বিকেল ৪টা পর্যন্ত।বরিশালের ১০ উপজেলার মধ্যে আগামীকাল রবিবার ৯ উপজেলায় ভোট গ্রহন হওয়ার কথা থাকলেও গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলায় একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
সে হিসেবে আগামীকাল ভোট গ্রহণ হবে বরিশালের ৭ উপজেলায়। এরমধ্যে উজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন, হিজলায় চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, বাবুগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন, বাকেরগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, মুলাদীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২জন প্রার্থী।আগামীকাল ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাওয়া ৭ উপজেলায় মোট ভোটার ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৩৭ হাজার ২৮৯ জন ও মহিলা ভোটার ৫ লাখ ২৫ হাজার ৪৪৬ জন।
Leave a Reply