রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জের মীরগঞ্জ খেয়া ঘাটের ইজারা নিয়ে চলমান টালবাহানার ইতি আজও ঘটেনি। ঘাটের সরকারি ইজারার মেয়াদ অতিবাহিত হয়েছে চলতি বছরের বৈশাখ মাসে। নিয়মানুযায়ী ইজারার দরপত্র অহবান হয় এক মাস পূর্বে অর্থাৎ চৈত্র মাসে। সঠিক দরদাতা না পাওয়াতে একে একে ৭বার ইজারার দরপত্র আহবান করা হয় এবং একমাস সময়কালের জন্য ঘাটের অস্থায়ী ইজারা প্রদান করা হয় স্থানীয় মাঈনুল হোসেন পারভেজ মৃধা নামে জনৈক ঠিকাদারকে।
তাতেও সমাধান না হলে অস্থায়ী ওই মেয়াদ আরো ২০ দিন বাড়িয়ে দেয়া হয় যার মেয়াদকাল চলছিল। পারভেজ বলেন, ওই মেয়াদকালের ৩ দিন বাকি থাকতেই আগামীকাল অর্থৎ ৩১মে তারিখ থেকে টোল আদায়ের দায়িত্ব জেলা পরিষদ নিজেই নিয়ে নেন। সে মর্মে জেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের কাছে আদেশ নামা প্রেরণ করেন।
তবে স্থানীয় একাধিক সূত্র বলছেন, যদি জেলা পরিষদ নিজেই দায়ীত্ব পালন করেন ভাল। কিন্তু যদি অন্যকোন পক্ষ দায়ীত্ব পান এবং অনিয়ম চলে তাহলে খেয়া ঘাটে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
Leave a Reply