রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় জঙ্গি মেজর সৈয়দ জিয়াউল হক সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পুরোনো নাম আনসারুল্লাহ বাংলা টিম।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই মামলায় অভিযোগ গঠন করেন। মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
আসামিরা হলেন- মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আরাফাত রহমান ওরফে শামস ওরফে সাজ্জাদ, আকরাম হোসেন আবির ওরফে আদনান, শফিউর রহমান ফারাবী ও আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব।
আসামিদের মধ্যে জিয়াউল ও আকরাম পলাতক। বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
Leave a Reply