মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওপেন হাউজ ডে’তে নিয়মিত নিজে আসুন, এর সুফল জানিয়ে অপরকেও নিয়ে আসুন এবং গোপনে বা সরাসরি অপরাধমূলক তথ্য সরবরাহ করে আমাদের পাশে থাকুন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে” সভায় প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম এ কথা বলেন। তিনি আরো বলেন, এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কলাপসিবল গেট, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড জোরদার, অপরিচিতদের নজরদারি ও সন্দেহ হলে আমাদের অবগতকরন, পাশাপাশি সতর্ক হওয়ার জন্যও সবাইকে অনুরোধ করেন।
সভায় বিএমপির নবাগত উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার তাঁর সরকারী নম্বর সবাইকে অবগত করে বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প সবকিছুতেই সমৃদ্ধ ও সমাদৃত বরিশাল। এখানের মানুষের নিরপত্তার দায়িত্ব আমাদের। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম ও পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ ফয়সাল সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply