বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার আশুলিয়ার বাগানবাড়ী এলাকায় অন্তঃসত্ত্বা নারী হনুফা বেগম (২৮) হত্যার মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব। এর নাম মো. খোরশেদ আলম ওরফে মামুন ওরফে আরমান হোসেন (২৭)।
রোববার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন। এ সময় ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এএসপি সুজয় সরকার জানান, লক্ষীপুর জেলার রামগতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেল চারটার দিকে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply