বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক || বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের বিষয়ে জমা দেয়া তদন্ত প্রতিবেদন কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আগেই ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার (৩ অক্টোবর) বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এই ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, বরিশাল সিটির মেয়র হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
চলতি বছরের ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করা হলেও অনিয়মের অভিযোগে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল বরিশাল সিটির ফল ঘোষণা।
বরিশাল সিটির অনিয়ম তদন্ত করে দেখতে কমিটি গঠন করে নির্বাচন কমিশন। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও কমিশন সভায় তদন্ত প্রতিবেদন ওঠার আগেই বরিশাল সিটির ফল ঘোষণা করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন সম্পর্কে আমরা একটি তদন্ত কমিটি নিয়োগ করেছিলাম। সেই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনটি নির্বাচন কমিশনের কাছে যাবে। সেই তদন্ত কমিটি কী প্রতিবেদন দিয়েছেন, সেটা তো আমি জানি না। কমিশনের কাছে গেলে কমিশন সেই বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটাও আমার জানা নাই।’
বুধবার বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ‘বরিশাল সিটি কর্পোরেশনের ১২৩টি কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে ৯ কেন্দ্রে শুধু কাউন্সিলর পদে পুনঃনির্বাচন হবে। বাকি ১১৪ কেন্দ্রের ফল অনুযায়ী, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।’
বরিশালের নয়টি কেন্দ্রে পুনঃভোটের কথা বলা হলেও অনিয়মের তথ্য আছে আরও বেশি কেন্দ্রে এমন প্রশ্নের উত্তরে মাহবুব তালুকদার বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলব না।’
তদন্ত প্রতিবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই ফল ঘোষণার বিষয়ে জানতে চাইলে মাহবুব তালকুদার বলেন, ‘ফল ঘোষণার সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কি না, আমি জানি না।’
তদন্ত প্রতিবেদন কমিশন সভায় যাওয়ার আগে বরিশালের ফল ঘোষণা কতটা যৌক্তিক- এমন প্রশ্নের জবাবে বরিশাল সিটি নির্বাচনের দায়িত্বে থাকা মাহবুব তালুকদার বলেন, ‘কোনো উত্তর নাই।
Leave a Reply