শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাশ উদ্ধার ও তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার নান্নু নামে এক ব্যক্তির বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত শিশু একই এলাকার বাসিন্দা।
আটককৃতরা হলেন- চাঁদপুরের কচুয়া থানাধীন আয়মা এলাকার আলী আশরাফের ছেলে সামাদ, আড়াইহাজার থানাধীন আশুরহাট এলাকার আনোয়ার হোসেন অনুর ছেলে সোহেল এবং নরসিংদী সদর থানাধীন খোদাদিলা এলাকার নাসির উদ্দিনের ছেলে রহমত উল্যাহ।
জানা গেছে, যে ঘর থেকে শিশুটির লাশ পাওয়া গেছে আটককৃতরা সে ঘরেই বসবাস করতো। আড়াইহাজার থানার এসআই মিজান বলেন, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, শুনেছি শিশুটিকে আইসক্রিমের লোভ দেখিয়ে আটককৃতদের ঘরে ডেকে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর ধর্ষণের বিষয়টি পরিষ্কার হবে।
Leave a Reply