১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
চাঁদের দূরত্ব বাড়ছে, ২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় হবে এক দিন তৈয়ব আলীর করলা চাষ: সাফল্যের নতুন দৃষ্টান্ত কাউখালীতে বিসিসি’র প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের পর ডিসি হলেন ইসরাইল হোসেন বরিশালে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার, নিরাপত্তা জোরদার চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ কর্মী হত্যা: ছাত্রদল নেতা গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন প্ল্যাটফর্ম: ‘জাতীয় নাগরিক কমিটি’  আগ্নেয়াস্ত্র জমা না দিলে হবে আইনী ব্যবস্থা: বরিশাল জেলা প্রশাসক গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সাংবাদিকদের সঠিক বেতন দিতে ব্যর্থ হলে তাদের থাকা উচিত নয়: নুর দেশের মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্কিত মন্তব্য মুফতি হাবিবুর রহমানের




১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত

১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত

১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিনে ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভায়ও ভোট হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

 

 

আইন অনুযায়ী আগামী ২১ মার্চের মধ্যে সাড়ে সাতশো ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না থাকায় মার্চে ভোট হবে না। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি। ৩ মার্চ তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

যে ৩২৩ ইউপিতে ভোট

 

 

পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া, মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা, মদনপুর, নাজিরপুর, চন্দ্রদ্বীপ। দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর, বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী। বগুড়ার দুপচাচিয়ার তালোড়। খুলনা কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিললিয়া, সেনহাটা, আড়ংঘাটা, যোগীপুল। বাগেরহাট ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়ামানসা, নলধা মৌভোগ, শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী চরবানিয়ারী। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা, সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মারেলগঞ্জ, খাউলিয়া। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা, সাউথখালী।

 

সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা ও যুগীখালী। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর ও খলিলনগর। বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া, জাগুয়া, টংগীবাড়ীয়া। বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর। উজিরপুরের সাতলা, জল্লা, গুটরা, শোলক, বোরোকোঠা। মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া, চরকালেখা, মুলাদী, কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ, ভাষানচর। বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর, কেদারপুর, দেহেরগতি, মাধবপাশা। গৌরনদীর বাটাজোড়, সরিকল। হিজলার হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, বড়জালিয়া। বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া, উদয়কাঠি। বরগুনা সদরের বরদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িচর, চলুয়া, বরগুনা, নলটোনা। আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আরপাঙ্গাশিয়া। বেতাগীর বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ, মোকামিয়া। বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা, ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া, কাঁঠালতলী।

 

 

পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী, ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া। কাউখালীর আমড়াজুড়ি, কাউখালী সদর। সদরের কদমতলা, কলাখালী, টোনা, শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী। নেছারাবাদের আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর, সেখমাটিয়া।

 

 

ঝালকাঠি সদরের গাবরামচন্দ্রপুর, বিনয়কাঠী, নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, গাবখানধানসিড়ি, শেখেরহাট, নথুল্লাবাদ। নলছিটির ভৈরবপাশা, মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া, মোল্লারহাট। রাজাপুরের সাতুরিয়া, শুক্রগড়, রাজাপুর, গালুয়া, বড়ইয়া, মঠবাড়ী। কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া।

 

 

ভোলা বোরহানউদ্দিনের গঙ্গাপুর, সাচরা। তজুমদ্দিনের চঁাদপুর, চাচরা, সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর, জাহানপুর। মনপুরার হাজিরহাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া। নরসিংদী পলাশের গজারিয়া, ডাংগা। গাজীপুরের কালীগঞ্জের নাগরী, তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর, মোক্তারপুর।

 

 

মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খন্ড, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল, দত্তপাড়া। সুনামগঞ্জ ছাতকের ভাতগাও, নোয়ারাই, সিংচাপইড়। চঁাদপুর হাইমচরের আলগী দুর্গাপুর উত্তর, নীল কমল, হাইমচর। লক্ষ্নীপুর রামগতির চর বাদাম, চর পোড়াগাছা, চর রমিজ, চর গাজি। কমলনগরের চর ফলকন, হাজিরহাট, তোরাবগঞ্জ। নোয়াখালী সুবর্ণচরের চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্বচরবাটা, মোহাম্মদপুর। কোম্পানীগঞ্জের মুছাপুর, চরহাজারী। হাতিয়ার চর ঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা, নিঝুমদ্বীপ।

 

 

চট্টগ্রাম সন্দ্বীপের বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড়। কক্সসবাজার মহেশখালীর ধলঘাটা, হোয়ানক, মাতারবাড়ী, কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তরধুরুং। টেকনাফের হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং।

 

 

যে ৯ পৌরসভায় ভোট

 

 

ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD