সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুদের একজন ওই গ্রামের দিদার হাওলাদারের মেয়ে ইভা আক্তার ও অপরজন হাসান মাহমুদের মেয়ে রাইশা আক্তার। তারা দু’জন মামাতো-ফুফাতো বোন।স্থানীয়রা জানান, ‘শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরপড়ে খেলা করছিলো। এসময় তারা পুকুরের পানিতে ডুবে যায়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির করে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, পানিতে ডুবে দুই বোনের সলিল সমাধির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা গিয়ে এ বিষয়ে খোঁজ-খবর নিয়েছে।মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply