রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
কলাপাড়া (কুয়াকাটা)প্রতিনিধিঃ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রাখাইন মহিলা মার্কেটের দিকে একটু যেতেই কুয়াকাটা প্রেসক্লাব। প্রেসক্লাবের দেয়াল ঘেষেই একটি উদ্যোগ। যা দেখতে উৎসুক মানুষের ভিড়। দেয়ালের গায়ে পুরানো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই! দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল। লেখা রয়েছে – মানবতার দেয়াল
এর ডান দিকে লেখা রয়েছে – আপনার প্রয়োজনীয় জিনিস পত্র এখান থেকে নিয়ে যান। বাম দিকে লেখা রয়েছে – আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিস পত্র এখানে রেখে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছুদিন ধরেই চলছে এমন উদ্যোগের আলোচনা। কিন্তু কুয়াকাটায় এমন উদ্যোগ এটিই প্রথম।
দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। পাশে দুটো কাঠের ঝুড়িতেও পুরনো কাপড়ের দেখা মিলল। তবে এই মানবতার কাজের উদ্যোগক্তা কুয়াকাটার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাব।
২০১২ সালে স্থাপিত এই ক্লাবের প্রতিস্ঠাতা সভাপতি ইব্রাহীম ওয়াহীদ এর প্রচেষ্টায় উক্ত ক্লাবের সকল সদস্যদের সহযোগীতায় কাজটি সম্পন্ন করা হয়।
উক্ত দেয়ালে সহযোগীতায় অন্যতম ছিলেন হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপক পরিচালক ও উক্ত ক্লাবের উপদেষ্টা মোঃ রাসেল খান, হোটেল আল-বেল্লাল এর ব্যবস্থাপক পরিচালক ও উক্ত ক্লাবের উপদেষ্টা মোঃ মাসুম আল-বেলালসহ আরো অনেকে।
উক্ত মানবতার দেয়াল উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম হাওলাদার, প্রেসক্লাব সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুসার, বর্তমান সাধারন সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি সহিদ দেওয়ানসহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উদ্ভোধন শেষে তরুণ ক্লাবের পক্ষ থেকে এক অসহায় বৃদ্ধ মহিলার হাতে পোষাক তুলে দিয়ে কার্যক্রম এর যাত্রা শুরু হয়।
২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠন আর সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে আগ্রহী।
Leave a Reply