শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুন থেকে নিয়মিত আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দের ব্যানারে মঙ্গলবার বেলা ১২টায় আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, মহসিন মন্টু, এনায়েত হোসেন বাচ্চু ও শহীদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদালতের অধিকাংশ কার্যক্রম বন্ধ থাকায় মামলা জটের সৃষ্টি হয়েছে। বিচারপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অনেক আইনজীবী মানবেতর দিন যাপন করছেন।
এই অবস্থার উত্তরণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুন থেকে আদালতের নিয়মিত কার্যক্রম শুরুর দাবি জানান বক্তারা।
Leave a Reply