মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সুমন খান স্টাফ রিপোর্টার:নেছারাবাদ স্বরূপকাঠীর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে রাত ১২:০১ মিনিটে শ.ম রেজাউল করিম, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। তারপর পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, স্বরূপকাঠী পৌরসভা, করাতকল শ্রমিক, মহিলা পরিষদ, নরসুন্দর সমিতি, বাংলাদেশ জাতিয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন, নেছারাবাদ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, স্বরূপকাঠী প্রেসকাব,সহ অনলাইন প্রেসক্লাব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও সরকারি স্বরূপকাঠী কলেজ কেন্দ্রিয় শহীদ মিনারে সকাল থেকেই পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরূপকাঠী অনলাইন প্রেসকাব, সরকারি স্বরূপকাঠী কলেজ, শেখ এ্যানি রহমানের পক্ষ থেকে, কৌরিখাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, শাইনিং স্টার কিন্ডার গার্টেন, স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্বরূপকাঠী থানা সংসদ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সংক্ষীপ্ত বক্তব্য রাখেন সর্ব জনাব মোঃ আঃ রশিদ চেয়ারম্যান ২নং সোহাগদল ইউনিয়ন পরিষদ ,এডঃ মোঃ মোস্তফা কামাল, অধ্যক্ষ মোঃ শাহ্ আলম সাবেক সংসদ সদস্য পিরোজপুর ২।
Leave a Reply