মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই।” তিনি এই মন্তব্য করেছেন বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর পল্টনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার বাংলাদেশ পার্টির (এবি) সঙ্গে আলোচনা শেষে।
মুফতি রেজাউল করিম আরো বলেন, “যথাযথ সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। নির্বাচনে ইসলামী দলগুলোর জন্য একটি সমন্বিত বাক্স রাখার বিষয়ে আলোচনা চলছে।”
তিনি এও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, তাহলে তা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসময় বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না। আমরা দেখেছি, দেশজুড়ে আবারও চাঁদাবাজি ও পুরনো সংস্কৃতি ফিরে আসছে, যা প্রতিহত করতে হবে।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। একতা ভাঙার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
এনসিপির নেতা এবং এবি পার্টির প্রতিনিধিরা একমত হয়েছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় একটি জাতীয় সংলাপের আয়োজন জরুরি। তাঁরা আরও বলেন, “মানবিক করিডরের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।”
Leave a Reply