বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বাউফলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাসের সেই অফিস কক্ষটি অবশেষে ভেঙে ফেলা হয়েছে।৪ আগস্ট ভয়েস অব বরিশালে,বাউফলে অসহায় মানুষদের ত্রাণের টিন দিয়ে সরকারি অফিস!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরই প্রমাণ লোপাটের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে ওই অফিস কক্ষটি।
সোমবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা যায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কলাপসিবল গেটের ভিতর দিক থেকে তালা দিয়ে ত্রাণের টিনে তৈরি ওই অফিস কক্ষটি ভেঙে ফেলার কাজ করছে কয়েকজন শ্রমিক। এসময় ভিতরে যাওয়ার জন্য গেটটি খুলতে বললে ওই অফিসের অফিস সহায়ক এসে জানান এখন গেট খোলা নিষেধ। পরে ওই টিনগুলো উপজেলা পরষিদের ভিতরে গুদামে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রাজীব বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসের কাজ হয়ে গেছে এ জন্য ওই ঘরটি সরিয়ে নেয়া হয়েছে। ত্রাণের টিনের বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে কোন মন্তব্য করবেন না বলে জানান তিনি।
Leave a Reply